অভিনয়শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান দিনার

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১২:৪৮
অ- অ+

বর্তমানে বাংলা নাটকের প্রতি দর্শকদের আগের মতো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার। এই দৈন্যদশা থেকে তিনি পরিত্রাণ চান। বলেন, ‘দর্শকরা আবার বাংলা নাটক দেখুক। অভিনয় পেশায় আমরা অর্থের পাশাপাশি দর্শকের উৎসাহও পাই। সেটা যখন একজন শিল্পী পায় না তখন হতাশ লাগে। কাজের প্রতি শিল্পীর চেষ্টাটা কমে যায়। বাংলা নাটকে সেই দর্শক না ফিরলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে।’

অভিনয়শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতিটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন দিনার। তার কথায়, ‘আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত। কারণ অভিনয়শিল্পীরা পাবলিক ফিগার। এরা সমাজে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে সমাজে শিল্প ও শিল্পীর কদর থাকে সেই সমাজ হয় প্রশংসিত। কারণ অভিনয়ের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরি। শিল্পী সংঘের নির্বাচনে জয়ী হলে আমি এ ব্যাপারে কাজ করব।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারের অভিনয় যাত্রা শুরু হয়েছিল মঞ্চ থেকে। তারপর দর্শকপ্রিয় অসংখ্য নাটকে তিনি অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। টিভি নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। বর্তমানে এ অভিনেতা কাজ করছেন একাধিক ধারাবাহিক নাটকে।

এ প্রসঙ্গে দিনার জানান, ‘বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছি। এনটিভিতে প্রচারিত হচ্ছে আমার অভিনীত ‘পরের মেয়ে’। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। এটি অন্যান্য নাটকগুলো থেকে অনেকটাই ব্যতিক্রম। পাশাপাশি প্যাকেজ নাটকেও কাজ করছি, তবে তুলনামূলক কম।’

ঢাকাটাইমস/১২মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা