নোয়াখালীতে বাল্যবিয়ে বন্ধ, বরের অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:০০ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২০:৩৭

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বর কাতারপ্রবাসী ইকবাল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কালুয়াই গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম টিনা পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের সাথে এক স্কুলছাত্রীর বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরে খাওয়া শেষে বিয়ে সম্পন্নের প্রস্তুতিকালে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ের চেষ্টার অপরাধে বর ইকবালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেবে না এ মর্মে কনের মা ছালেহা বেগম এবং বর ইকবালের কাছ থেকে মুছলেকাও নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম টিনা পাল বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :