টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৭:৩৩
অ- অ+

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বিজিএমইএ ও বিকেএমই এর নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ না করায় টঙ্গীতে বিক্ষোভ ও কর্মবিরতি করেছে শ্রমিকরা। গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকার বেইস ফ্যাশন নামের কারখানায় শনিবার সকাল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করে। কারখানাটি বর্তমানে মাস্ক ও পিপিই উৎপাদন করছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় নিরাপদে হাত ধোয়া, পয়নিঃষ্কাশন, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা কিংবা বেশি বেশি পানি খাওয়াসহ হাইজিন রক্ষার যাবতীয় নিয়ম পালন করার সুযোগ নেই। শ্রমিকরা অপরিচ্ছন্ন হাতে মেশিন ও অন্যান্য দ্রব্য স্পর্শ করছেন এবং আতঙ্ক নিয়ে কাজ করছেন। তবে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকরা কাজে যোগ দেবেন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পোশাক কারখানার শ্রমিকের জীবন এবং শিল্পখাত রক্ষায় সব পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ আথবা নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করে চালু রাখার দাবি জানান গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের টঙ্গী থানা শাখার সভাপতি ডলি আক্তার।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা