দেশ ভালো আছে, নিরাপদে আছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৬:৪৫
ফাইল ছবি

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে ঘটলেও এখনো দেশ ভালো আছে এবং নিরাপদে আছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা পরীক্ষা এবং চিকিৎসায় কোনো কিছুর অভাব নেই দাবি করে ভুল তথ্য দিয়ে জনগণকে আতঙ্কিত না করতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিডিয়াকে বলতে চাই, আপনারা সুন্দর কাজ করছেন, তথ্য দিচ্ছেন। কিন্তু এমন কোনো তথ্য দেবেন না, যার মাধ্যমে দেশবাসী আতঙ্কিত হয়। এ তথ্য দেয়াও ঠিক না যে, অভাব রয়েছে। আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। কিটসের কোনো অভাব নাই, পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি। পিপিই’রও আর অভাব নাই। কাজেই এই তথ্যগুলো দিলে মানুষ আশ্বস্ত হবে। আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে।’

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ আমাদের কাজের প্রশংসা করেছে। আমরা চাইবো চিকিৎসার বাইরে যেন কেউ না থাকে।’

করোনা পরীক্ষার ব্যাপারে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘১১টি ল্যাবরেটরি বেশকিছু কাজ করছে। আরও ১৭টি ল্যাবরেটরি স্থাপন করা হবে, যেন আরও পরীক্ষা হয়। তবে চট্টগ্রাম এবং কক্সবাজারের ল্যাবরেটরিতে পরীক্ষা করার হার কম।’

পিপিই সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পিপিই দিয়েছি, আরও পিপিই দেয়ার ব্যবস্থা চলছে, এটা চলমান প্রক্রিয়া। যারা পিপিই ব্যবহার করছেন, যথাযথভাবে যেন ব্যবহার হয় এবং যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ আগে থেকে প্রস্তুতি নিয়েছিল বলে আমরা ভালোভাবে মোকাবেলা করছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের ডাক্তার, নার্স সবাই মিলে কাজ করে যাচ্ছে। কারো কোনো সমস্যা হলে আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী তারা কাজ করছেন বলেও জানান মন্ত্রী।

(ঢাকাটাইমস/৩০মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :