ত্রিশালে মধ্যরাতে মাদানীর খাদ্যসামগ্রী বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৫
অ- অ+

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন মাদানী। শুক্রবার মধ্যরাতে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় এ সাংসদ।

নিজস্ব অর্থায়নে প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ, দুই কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি লবণ দেন তিনি।

তিনি বলেন, ‘এ মহা দুর্যোগে জেলার কেউ অনাহারে থাকবেনা, প্রতিটা হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোকছেদুল আমিন, মঠবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, আইন বিষয়ক সম্পাদক তাজাম্মুল হোসাইন পলাশ প্রমুখ।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা