‘সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবেলা অসম্ভব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৯:১০| আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৯:১২
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রস্তুতি শুরু করেছি চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সময় থেকেই। তবে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। প্রতিদিন-প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমরা আসলে জানি না এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে।’

বিশ্বের অন্যান্য দেশের মতো সংক্রমণের অবস্থা অতিমাত্রায় বেড়ে গেলে সে সময়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, 'যেহেতু ভাইরাসটি নতুন, উন্নত বিশ্ব যেখান থেকে আমরা যন্ত্রগুলো নিয়ে আসছি তারাই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সুতরাং আমাদের দেশেও এই সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে মোকাবিলা করা অসম্ভব।'

এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথা বলা হচ্ছে তা মেনে চলতে পরামর্শ দেন এবং ব্যক্তি পর্যায়ে যার যার দায়িত্ব আছে তা পালন করার আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 'প্রত্যেকের অধিকার আছে নিজেকে রক্ষা করা। কারও যদি সন্দেহ হয় আপনি আক্রান্ত, আপনারও দায়িত্ব আছে অন্যকে রক্ষা করার।’

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিজি আরও বলেন, ‘আমরা গত তিন মাস ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। আমরা শরীরে ও মনে ক্লান্ত। এ অবস্থায় করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করব সে বিষয়ে কাজ করছি।’

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা