‘রিকশার যাত্রী নাই, তাই সিগারেট বেচি’

কাজী রফিক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৪
অ- অ+

প্রাণসংহারি করোনাভাইরাসের কারণে অনেকটা ‘লকডাউন’ ঢাকা শহরে আগের মতো নেই যান চলাচল। রাজধানীর প্রতিটি সড়কে আগে যেখানে যানজট লেগেই থাকতো এখন সেসব সড়ক অনেকটা ফাঁকা। শুধু গাড়ি চলাচলই নয়, ঢাকার রাস্তায় অনেকটা কমেছে রিকশা চলাচলও। রিকশা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করতেন তারা এখন কঠিন সময় পার করছেন। আর করোনার কারণে মানুষের আনাগোনা কমে যাওয়ায় রিকশা না চালিয়ে সিগারেট বিক্রি করছেন রিকশাচালক সামিউল ইসলাম।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর রোডের আড়ং এর সামনে রিকশা পাশে নিয়ে তাকে সিগারেট বিক্রি করতে দেখা যায়।

সামিউল জানান, তিনি মূলত রিকশাচালক। গত কয়েক বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। চলমান লকডাইনের কারণে তার কাজে ভাটা পড়েছে।

ঢাকাটাইমসকে সামিউল বলেন, ‘রিকশাই চালাই। সকালে রিকশা নিয়াই বাড়াইছি। কিন্তু খ্যাপ নাই। রাস্তায় লোকই নাই, খ্যাপ থাকে কেমনে!’ ফলে বাধ্য হয়ে আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন সিগারেট বিক্রি।

এই রিকশাচালক আরও জানান, তার ভ্রাম্যমাণ সিগারেটের দোকানের মূল খদ্দের রিকশাচালকরাই। বলেন, ‘কয়েকদিন ধইরা খুব বিপদে আছি। গ্যারেজ থেকে রিকশা নিয়া বাড়াই। সারাদিন রোডেই থাকি। কিন্তু রিকশার জমাডাও ওঠে না। রিকশার যাত্রী নাই। কি করুম, তাই সিগারেট বেচি। দুই একটা খ্যাপ পাইলে সিগারেটগুলা সিটের নিচে রাইখা খ্যাপ মারি, যেখানে যাই, সেহানে গিয়া সিগারেট বেচি।‘

কর্মহীন হয়ে পড়ার পর কারও থেকে খাদ্যসামগ্রীর সহযোগিতা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সামিউল বলেন, ‘আমরা তো ঢাকার ভোটার না। নেতাগো চলে যাইও না। আমরা পামু কেমনে? যারা পাওয়ার হ্যারা একবারের জায়গায় তিনবারও পাইতাছে।‘

সামিউলের কথায় সুর মেলালেন পাশে দাঁড়িয়ে থাকা অপর এক রিকশাচালক। জানান, তিনি রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর খাদ্যসামগ্রী বিলি করলেও তা তাদের কপালে জোটেনি। বলেন, ‘হ্যারা আইসা না লিখা নিল। আমগো নাম নিলো না। কতজনের কাছে গেলাম, কেউ নিল না। কয়, তোমরা তো কাজ করতে পারো। ভাই, আমরা কই কাজ করতে পারি? রাস্তায় খ্যাপ আছে? সারাদিন ঘুইরাও দুইশো টাকা পারতে পারি না। জমা দেই কি, আর খাই কি?’

ঢাকাটাইমস/০৫এপ্রিল/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা