লাইভ ক্লাস সম্প্রচার করছে রবি-টেন মিনিট স্কুল

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৭:২৮
অ- অ+

করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে দেশব্যাপী শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিচ্ছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে প্রতিদিন রবি-টেন মিনিট স্কুল ফেসবুক পেজ এবং টেন মিনিট স্কুল লাইভে ক্লাস নেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মটির সাথে ১৩ লাখের বেশি শিক্ষার্থী যুক্ত আছেন।

রবি-টেন মিনিট স্কুল বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিনব্যাপী লাইভ ক্লাস পরিচালনা করছে। ইতোমধ্যে তাদের ফেসবুক গ্রæপে ১৫২টি লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। লাইভ ক্লাসগুলি শিক্ষার্থীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছে; ইংরেজি দ্বিতীয় পত্রের একটি লাইভ ক্লাসে ১৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ৪৯ জন শিক্ষার্থী রিয়েল টাইমে সবগুলো ক্লাস দেখেছেন এবং কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় এই সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। লাইভ ক্লাসগুলি প্ল্যাটফর্মটির মোবাইল অ্যাপ্লিকেশনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। এখন অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাত্রা এবং ইনস্টলেশন সংখ্যা বেড়েছে। রবি-টেন মিনিট স্কুল অ্যাপটি এখন পর্যন্ত ৮ লাখ ৯০ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে।

স্কুল ও কলেজ বন্ধ থাকায় মূলধারার শিক্ষা ব্যবস্থায় যে শূন্যতা তৈরি হয়েছে রবি-টেন মিনিট স্কুল তা কাটানোর চেষ্টা করছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা