নোয়াখালীতে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৮:১৩| আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৮:৩১
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দরিদ্র শ্রমজীবী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে কবিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যক্তিগত উদ্যোগে কবিরহাট বাজারে একশ জন দরিদ্রকে চাল, ডাল, আলু ও চিড়া দেওয়া হয়। এসময় তাদের হাতে করোনাভাইরস মোকাবিলায় সর্তকতামূলক লিফলেট দেওয়া হয়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় হতদরিদ্রদের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কবিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান বিন আজাদ ফয়সাল। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। ‘দরিদ্রদের পাশে কবিরহাট কলেজ শাখা ছাত্রলীগ সবসময় থাকবে বলে জানান ছাত্রলীগের এ নেতা।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- কবিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর উদ্দিন তানজীর, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বাবলু, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন সোহেল, প্রচার সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যরা।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা