করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে কৃষকের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৫:১৪
অ- অ+

করোনাভাইরাসের জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নন চিকিৎসকরা। তবে বিষয়টি নিশ্চিত হতে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত ব্যক্তির নাম সোলাইমান কাজি (৫৮)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে। তার বাবার নাম মৃত জবুলাল কাজি। বুধবার রাত আড়াইটার দিকে সোলাইমান কাজি মারা যান। এর আগে বুধবার রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিন দিনের জ্বর-সর্দি ও শ্বাস কষ্ট নিয়ে সোলাইমান রামেক হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় সোলাইমান কাজিকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, জোরালো না হলেও যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে পরীক্ষা চলছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে সাম্প্রতিক সময়ে সোলাইমান অন্য কোনো জেলায় যাননি।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা