নিজের কম্পোজ করা গানের রিমিক্সে চটলেন এআর রহমান

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৭:৪৭
অ- অ+

এআর রহমানের কম্পোজ করা এবং মোহিত চৌহানের গলায় মাসাকলি গানটি একসময়ে ব্যাপক হিট করেছিল। দিল্লি ৬ ছবিতে এই গানের সঙ্গে সোনম কাপুরের নাচও মুগ্ধ করেছিল দর্শকদের। সেই গানটিরও এবার রিমিক্স করা হয়েছে। ছবির নাম মাসাকলি ২.০। ছবিতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্র ও তারা সুতারিয়া। ছবিতে মাসাকলি গানটিও ব্যবহার করা হয়েছে। বুধবার মুক্তি পায় গানটি। সেই গানটি মোটেই পছন্দ হয়নি খোদ এ আর রহমানের।

এআর রহমান সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, কোনো শর্ট কাট নয়, ঠিকঠাক দেখভাল, জেগে থাকা রাত, লেখা এবং আবার লেখা। যে গান যুগের পরে যুগ থাকবে তার জন্য ৩৬৫ দিন ২০০ এরও বেশি মিউজিশিয়ান মাথা খাটান। পরিচালকদের দল, একজন সুরকার ও গীতিকার যাদের সমর্থনে থাকেন অভিনেতা ও ডান্স ডিরেক্টররা আর ছবির ক্রুরা।

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাও টুইট করেন, দিল্লি ৬ এবং মাসাকলি ভীষণ ভালোবাসা ও আবেগ দিয়ে তৈরি। গানটি সংরক্ষণ করা প্রয়োজন। রিমিক্স থেকে সাবধান। তাতে আপনার কানের ক্ষতি করতে পারে। তবে বলিউডে এই প্রথম রিমিক্স নয়। বিগত দিনে প্রায় প্রতিটি ছবিতেই পুরনো ছবির গানতে নতুন মোড়কে পেশ করা হচ্ছে।

ঢাকা টাইমস/১০এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও থেকে ছিনিয়ে নেওয়া সৌদি রিয়াল উদ্ধার, ছয়জন আটক
দ্বিতীয় পর্বের সপ্তম দিনের বৈঠক চলছে, এজেন্ডা নির্বাচনী এলাকা, তত্ত্বাবধায়ক সরকার
আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার
২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চাকরি প্রত্যাশীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা