টাঙ্গাইলে আরও এক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৯:১৬

টাঙ্গাইলে আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি নাগরপুর উপজেলায় মাহমুদনগর ইউনিয়নের সুদানপাড়া গ্রামে। মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে৷

জেলা সিভিল সার্জন মো: ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত ওই ব্যক্তি এর আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সঙ্গে ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ নিয়ে জেলায় ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এর মধ্যে জেলার মির্জাপুরের একজন, মধুপুরের একজন, ভূঞাপুরের পাঁচ জন, নাগরপুরের চার জন ও ঘাটাইলের একজন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকতা মো: রোকনুজ্জামান জানান, গত ১০ এপ্রিল আক্রান্ত ওই ব্যক্তি ঢাকা থেকে গ্রামে ফেরেন। রবিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তা ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সকালে আসা রিপোর্ট থেকে জানা যায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব আছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় নারায়ণঞ্জ ফেরত এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়।

ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :