বোয়ালমারীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১৬:৫১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মুনসুর মোল্যা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

গত মঙ্গলবার বিকালে উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের গণী খাঁর মোড়ের কাছে একদল যুবক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ে। এতে ছলেমান মোল্যার ছেলে কিবরিয়ার সঙ্গে হাতাহাতি হয় প্রতিপক্ষ ফজর খাঁর ছেলে বক্কার খাঁ ও রশিদ খাঁর ছেলে হিমায়েত খাঁর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যা ৬টার দিকে ফজর খাঁ তার দলবল নিয়ে ছলেমান মোল্যার বাড়িতে হামলা চালায়। এ সময় মুনসুর মোল্যা (৬৫) হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তার উপর হামলা চালায় দুর্বৃত্তদল। এতে মারাত্মক আহত হয় তিনি।

তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। ফরিদপুরের কোতোয়ালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় অপর আহতরা হলেন, সুলতান মোল্যা , হামিদুল্লাহ , হুমাইয়ান মোল্যা , সাদ্দাম মাতুব্বর , আরিফ মোল্যা, মাজেদা বেগম ও ছলেমান মোল্যা। আহতরা বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এদিকে মুনসুর মোল্যার মৃত্যুর খবর পেয়ে বুধবার ভোরে ফজর খাঁ, তুরাফ ও রশিদ খাঁর বাড়িতে হামলা চালায় ছলেমানের দলের লোকজন। এ সময় তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :