করোনা কি তবে ঘৃণা ছড়াচ্ছে?

রাশেদা রওনক খান
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ০৯:৩৩| আপডেট : ০৯ মে ২০২০, ০৯:৩৮
অ- অ+

ভেবেছিলাম, করোনা আমাদের অমানবিক পৃথিবীতে ভালোবাসা, মমত্ব আর মানবিকতাবোধ জাগ্রত করবে। কিন্তু না, চারপাশের অবস্থা দেখে মনে প্রশ্ন জাগে, করোনা কি আরও বেশি ঘৃণা ছড়াচ্ছে?

মানুষের প্রতি মানুষের বিশ্বাস আগে কম ছিল, এখন কি প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে?

মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে যাচ্ছিলো ঠিক, কিন্তু এখন যেন ভালোবাসা শব্দটি অতল তলে হারিয়ে যাচ্ছে, যাচ্ছে কি?

মানুষে মানুষে হানাহানি -খুনাখুনি আগেও ছিল, কিন্তু এখন যেন তা বেড়ে যাচ্ছে, দুমুঠো ভাতের জন্যও! সবচেয়ে ভয়ের হচ্ছে, আগে পরিবারের মানুষজনের মাঝে ভালোবাসা-মমত্ববোধ ছিল, করোনা এসে সেই ভালোবাসাকেও মৃত ঘোষণা করলো!

বাবার মৃতদেহ সন্তান গ্রহণ করে না, মা'কে রেখে আসে বনে-জঙ্গলে! গ্রামের মানুষ আগের মতো আর মৃতদেহকে খাটিয়া দেয় না, হুজুরেরা জানাজা পড়াতে এগিয়ে আসে না!

করোনা শেখাচ্ছে কিভাবে কেবল নিজেকে বাঁচাতে হয়, নিজেকে ছাড়া আর কাউকে বাঁচানোর কিছু নেই। তাই আপনজনের মৃতদেহও গৃহীত হয় না পরিবার পরিজন দ্বারা! করোনা শেখাচ্ছে কিভাবে অন্যের থেকে দূরে সরে থাকতে হয়, তাই আমরা অন্যের সাথে দূরত্ব রচনা করছি। কিন্তু সেই দূরত্ব রচনা তো মনের হবার কথা নয়, কেবল শারীরিক! কিন্তু মনের অজান্তে তা মনেরও হয়ে যাচ্ছে না?

তাই হৃদয়ের গহীন কোনে হঠাৎ প্রশ্ন জাগে, করোনা কি তবে ঘৃণা ছড়াচ্ছে? করোনা'র কাছে কি তবে হেরে যাচ্ছে মানবতা?

লেখক: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা