‘আমরা প্রেগন্যান্ট’, বিবাহবার্ষিকীতে শুভশ্রী

করোনা সংক্রমণের আতঙ্কে দীর্ঘদিন বন্ধ টলিউড পাড়ার শ্যুটিং এবং অন্যান্য সব কাজ। মন খারাপ করা এই সময়েই গত ৫ মে খুশির খবর দেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র সন্তানের মা হন বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল।
সেই খুশির রেশ না কাটতেই আরও এক সুখবর। সোমবার সকালে ট্যুইট করে আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী জানালেন, তিনি অন্তঃসত্ত্বা। সন্তান আসার সুখবর জানানোর জন্য শুভশ্রী এবং তার স্বামী রাজ চক্রবর্তী বেছে নিলেন তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনটি।
এদিন সকাল ১০টা নাগাদ ট্যুইট করে শুভশ্রী বলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে। আমরা প্রেগনেন্ট!’
শুধুমাত্র ট্যুইটারই নয়, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও এই সুখবর জানিয়েছেন নায়িকা। খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়।
২০১৮ সালের ১০ মে বাওয়ালি রাজবাড়িতে একই সঙ্গে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রীর। পরের দিন সেখানেই ধুমধাম করে সম্পন্ন হয় দুই তারকার বিবাহ পর্ব।
ঢাকাটাইমস/১১মে/এএইচ

মন্তব্য করুন