ঈদের দিনে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন দুই বাইক আরোহী

ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ২০:৫৫| আপডেট : ২৫ মে ২০২০, ২১:০৩
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের অনীক (২২) ও রিয়াদ (২১)। অপর গুরুতর আহত যুবকের নাম আশিক (২২)। তার বাড়িও একই গ্রামে।

ঈদের দিন সোমবার দুপুর পৌন তিনটার দিকে উপজেলার পাগলা থানাধীন টাংগাব ইউনিয়নের টাংগাব গ্রামের ডাকবাংলো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁওয়ের খান বাহাদুর ইসমাইল সড়কের টাংগাব গ্রামের ডাকবাংলো বাজারের কাছে টাংগাব ফাজিল মাদরাসা মোড়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে অনীক ও রিয়াদ নামে দুই যুবক মারা যায়। গুরুতর আহত অবস্থায় আশিক নামে অন্য যুবককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তিন যুবক একটি মোটরসাইকেলে করে গফরগাঁওয়ের টোক-ডাকবাংলো বাজার এলাকার বানার নদের বানার সেতু পেরিয়ে ঘুরতে এসেছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়।

ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা