কিশোরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মুয়াজ্জিনসহ দুজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ২৩:৩৮

জেলায় করোনার উপসর্গ নিয়ে মুয়াজ্জিনসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অস্টবর্গ গ্রামের তারা মিয়া নিজ বাড়িতে মারা যান। তারা মিয়া গত ২৪ মে পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। ২৬ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে টামনী ইসলামপুর পূর্বপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন শামসুদ্দিন (৬৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ১৮ মে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ মে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানিয়েছেন, সদরের করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ এই মাত্র প্রটোকল অনুযায়ী ইফার দাফন টিম ও আল্লামা আজহার আলী ফাউন্ডেশনের সদস্যদের যৌথ প্রয়াসে দাফন সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :