সবার আগে দলের প্রাধান্য নিশ্চিত করার লক্ষ্য তামিমের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৭:০২
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বুধবার এক টুইট বার্তায় বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার ভুল হতে বাধ্য, তবে সবার আগে সবসময় দলের প্রাধান্য নিশ্চিত করব।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিমকে অভিষেকের ১৩ বছর পর দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়া হয়েছে।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি একজন স্বতন্ত্র ব্যক্তি। অধিনায়কত্ব আমাকে টানে না। আমি মনে করি যে, আমি যদি আমার পারফরম্যান্সের মাধ্যমে আমার দলকে নেতৃত্ব দেই তবে সেটিই যথেষ্ট।’

একটি দলকে নেতৃত্ব দেয়ার মতো অভিজ্ঞতা না থাকার কথা মেনে নিয়ে তামিম বলেন, প্রাথমিকভাবে কিছু ভুল হবেই, তবে সর্বদাই নিজের থেকে দলকে গুরুত্ব দেয়ার আশ্বাসও দেন তিনি।

‘আমি যা কিছু করি মন থেকে করি। আমি অভিজ্ঞ অধিনায়ক নই, তাই ভুল-ভ্রান্তি হবেই। দেখা যাক কি হয়। আমি যদি সঠিকভাবে দল পরিচালনা করতে পারি তাহলে চালিয়ে যাব এবং তা না পারলে সবার আগে আমিই আত্মসমর্পণ করব,’ যোগ করেন তামিম।

(ঢাকাটাইমস/৩ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা