অ্যাজমার সমস্যা নিয়ে সিএমএইচে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২১:৪৩| আপডেট : ০৩ জুন ২০২০, ২১:৫০
অ- অ+
ফাইল ছবি

অ্যাজমার সমস্যা নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচএ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে হাসপাতাল থেকেই জরুরি ফাইলে সই করছেন।

বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান এক বার্তায় এসব তথ্য জানান।

প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।

গত দুই দিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন বলে জানান সাইফুর রহমান।

প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এদিকে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।

(ঢাকাটাইমস/০৩জুন/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা