চাঁদপুরে হিট স্ট্রোকে কারারক্ষীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২০:২৩
অ- অ+

চাঁদপুর জেলা কারাগারে দায়িত্ব পালনকালে হিট স্ট্রোকের কারণে আবুল খায়ের (৪০) নামে এক কারারক্ষী মারা গেছেন। শনিবার দুপুরে চাঁদপুর বাবুরহাট আশিকাটি এলাকায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

হিট স্ট্রোকে অসুস্থ হলে আবুল খায়েরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল খায়েরের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম সোহাগ হোসেন।

চাঁদপুর জেলা কারাগার সূত্র জানায়, দুই বছর আগে চাঁদপুর জেলা কারাগারে আবুল খায়ের যোগ দেন। শনিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহাম্মদ কাজল বলেন, কারারক্ষী আবুল খায়েরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে প্রচণ্ড গরমে পোশাক পরার কারণে হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া কারারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদ এশা জেলা কারাগার প্রাঙ্গণে তার জানাজা শেষে কারাগারের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি নোয়াখালীতে মরদেহ পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৬জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা