২৫০ জনকে কামড়ে আজীবন ‘কারাবাসে’ মদ্যপ হনুমান

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১০:২৩

২৫০ জনকে কামড়ানোর ফল ভোগ করতে হলো এক মদ্যপ হনুমানের। হনুমানটিকে আজীবন কারাবাসে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায়। ওই এলাকায় ভীতি ছড়িয়েছিল হনুমাটি। স্থানীয়রা তার নাম দেয় কালুয়া। এলাকার মোট আড়াইশোজনকে কামড়ে দেয় সে। যাদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছিল। কিন্তু তার জন্য অবশ্য শুধু তাকেই কাঠগড়ায় তোলা উচিত হবে না। এর নেপথ্যে রয়েছে মানুষের কুকীর্তি।

হনুমানটি এক তান্ত্রিকের পোষ্য ছিল। যিনি নাকি নিয়মিত তাকে মদ খাওয়াতেন। দিনের পর দিন মদ্যপান করে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে পড়েছিল কালুয়া।

রোজই মদের নেশায় চূড় হয়ে থাকত সে। তবে কারও কোনও ক্ষতি করত না। কিন্তু তান্ত্রিকের মৃত্যুর পরই বদলে যায় ছবিটা। মদ না পেয়ে একেবারে হিংস্র প্রাণীতে পরিণত হয় কালুয়া। তারপর থেকেই লোকজনকে কামড়াতে শুরু করে। দিনে-দুপুরে হনুমানের দর্শন পেলেই বুকের ভিতরটা ছ্যাঁৎ করে উঠত স্থানীয়দের। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি কার্যত হাতের বাইরে যেতে দেখে এগিয়ে আসে বনদপ্তর এবং চিড়িয়াখানার কর্মকর্তারা।

অনেক কষ্টে তাকে ধরে এনে রাখা হয় কানপুর চিড়িয়াখানার খাঁচার ভিতর। ঠিক হয় খাঁচাবন্দি অবস্থাতেই তাকে সুস্থ করার চেষ্টা করা হবে। কিন্তু কালুয়া বদলাল না।

চিড়িয়াখানার চিকিৎসক মো. নাসির বলেন, ‘গত কয়েক মাস ধরে ওকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু স্বভাবে এখনও কোনও বদল আসেনি। আগের মতোই হিংস্র। তিন বছরেও ওর আচরণে কোনও পরিবর্তন না হওয়ায় আমরা ঠিক করেছি, সারাজীবন ওকে ‘গারদে’র ওপারেই রেখে দেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৯জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :