বরিশালে বাবা-ছেলের হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২০:০৯
অ- অ+

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘চাঁই’ বিক্রি করতে এসে হত্যার শিকার বাবা-ছেলের তিন ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ট্রলারটি।

গ্রেপ্তাররা হলেন- বাদল হাওলাদার, সানি হাওলাদার ও শাহিন খান। তারা সকলেই বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের বাসিন্দা।

এর আগে গত শুক্রবার ও শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা এলাকার পান্ডব নদীর তীর থেকে পিরোজপুরের কলারদোনিয়া এলাকার বাসিন্দা হেলালউদ্দিন ও তার ছেলে ইয়াসিন হাওলাদারের গলাকাটা লাশ উদ্ধার হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, একটি চোরাই ট্রলারসহ বাকেরগঞ্জের তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা ট্রলার ছিনতাইয়ের জন্য বাবা-ছেলেকে খুন করার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

তবে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘কেরানীগঞ্জে তিনজন গ্রেপ্তার হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত ওই থানা থেকে তাদের কাছে কোন তথ্য দেওয়া হয়নি। তথ্য যাচাই করা হচ্ছে।’

নিহত হেলাল উদ্দিনের ভাই বাদশা হাওলাদার জানান, গত ২৭ জুন ‘মায়ের পরশ’ নামের ট্রলার নিয়ে চাঁই বিক্রি করতে তার ভাই ও ভাতিজা শিয়ালঘুনী বাজারে যায়। সেখান থেকে নিখোঁজ হওয়ার পর তাদের লাশ পাওয়া গেছে।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা