বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২০:৪২
অ- অ+

করোনা সংকটে বন্ধ হয়ে যাবার ১১৭ দিন পরে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চালু হয়েছে। রবিবার থেকে এ রুটে নভোএয়ার ও ইউএস বাংলার দুইটি ফ্লাইট চলাচল করেছে। নভো এয়ার বিকাল সোয়া ৩টায় যাত্রী নিয়ে ঢাকা থেকে রওনা দেয়। বরিশাল বিমান বন্দর থেকে বিকাল ৪ টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ইউএস বাংলা ঢাকা থেকে বিকেল সোয়া ৪টায় ছেড়ে এসেছে। বরিশাল থেকে বিকাল ৫ টা ২৫ মিনিটে ছেড়ে গেছে। প্রতিদিন এ সময়সূচি অনুযায়ী চলাচল করবে। নভোএয়ার এবং ইউএস বাংলার প্রথম দুটি ফ্লাইটে শতাধিক যাত্রী যাতায়াত করেছে।

দুটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করলেও রাষ্ট্রীয় বিমান বালাদেশ’র ফ্লাইট পরিচালনার কোন সিদ্ধান্ত জানা যায়নি। গত ২৬ মার্চ দক্ষিণাঞ্চলের একমাত্র এ বিমান বন্দরের সাথে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে সরকারি-বেসরকারি সব এয়ারলাইন্স। সিভিল এভিয়েশন থেকে বরিশাল বিমান বন্দরে মেডিকেল টিম দেয়ার অনুরোধ করা হলেও এতদিন সিভিল সার্জনের দপ্তর থেকে কোন সাড়া মেলেনি। তবে অতি সম্প্রতি স্বাস্থ্যবিধি অনুযায়ী সব ব্যবস্থা সম্পন্ন করাসহ বরিশাল বিমান বন্দরে মেডিকেল টিম নিয়োগ করায় বিমান বন্দরটি চালু হল। দুই এয়ারলাইন্সই আগামী ২২ জুলাই পর্যন্ত ২ হাজার ৫শ টাকার সর্বনিম্ন ভাড়ায় যাত্রী পরিবহন করবে। তবে ঈদের আগে যাত্রী ভাড়া বাড়বে বলে জানা গেছে। দীর্ঘদিন পরে বরিশালের সাথে ঢাকার আকাশ পরিবহন চালু হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত একটি দ্রুত পরিবহন ব্যবস্থা নিশ্চিত হল।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ৪৫ জনের তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ
ঘাটাইলে পানিশূন্য পুকুরে প্রায় ৭ লাখ টাকার ঘাট নির্মাণ 
আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা