ফরিদপুরের পদ্মার পানি আরও বেড়েছে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৫:৪৬

উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফা লাফিয়ে বাড়ছে ফরিদপুরের পদ্মার পানি। গত ২৪ ঘন্টায় জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যা বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলায় চার উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রাম। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক।

এদিকে গত বুধবার চরভদ্রাসন ও বোয়ালমারীতে সাপে কেটে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশু।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার যে কোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, ‘আমার ইউনিয়নের ৭০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। কৃষকদের ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’

জেলার সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক জায়গায় সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘আমরা জেলার নিন্মাঞ্চলের আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার রয়েছে। দুর্গতরা সেখানে আশ্রয় নিতে পারেন।’

ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :