শেরপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ২২:৫৪
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৃথক পৃথক সময়ে জান্নাত (৫), সিয়াম (৭) ও মুসাফির (৭) নামে ওই তিন শিশুর মৃত্যু হয়। নিহত জান্নাত ও সিয়ামেয় বাড়ি বকশিগঞ্জের নিলক্ষিয়ায়। তারা দুজন একই বাড়ির সন্তান। শিশু জান্নাত রাশেদের মেয়ে ও সিয়াম আফজাল মিয়ার ছেলে। অন্যদিকে মুসাফির উপজেলার কান্দাপাড়া গ্রামের মুনিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ওসি (তদন্ত) বন্দে আলী জানান, সকালে নিলক্ষিয়া গ্রামের জান্নাত ও সিয়াম অন্য শিশুদের সাথে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে জ্ঞানশূন্য হয়ে পড়ে। পরে তাদের শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় চিকিৎসক আনোয়ার হোসেন তাদের মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে কান্দাপাড়া গ্রামের মুসাফির বাড়ির পাশের ডুবায় পড়ে মারা যায়।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা