করোনায় আক্রান্ত বাংলাদেশের ৪ ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২১:৫২| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:১২
অ- অ+

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের জন্য ৩৬ সদস্যের দল নিয়ে অনুশীলনে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল জেমি ডে পরিচালিত দলটি। ১২ জন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষার পর ৩ জনেরই ফল এসেছে পজিটিভি। এর আগে ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা ছিল স্কোয়াডের ৩৬ সদস্যের। সেই পরীক্ষায় বিশ্বনাথ ঘোষেরও কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) পরীক্ষায় পজিটিভ হওয়া তিনজন ফুটবলার হলেন পুলিশ এফসির এমএস বাবুল ও নাজমুল ইসলাম রাসেল এবং উত্তরা বারিধারার সুমন রেজা। ১২ জন খেলোয়াড় বাদেও কোচ স্টাফসহ আরও ৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রথমদিনে। বাকিরা সবাই উতরে গেছেন। আপাতত এই তিন খেলোয়াড়ের কেউই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। বিশ্বনাথ আগেই চলে গিয়েছিলেন আইসোলেশনে।

দলের বাকি খেলোয়াড়দের আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ কোচ জেমি ডে প্রথমদিনের ফলের পরই শঙ্কায় পড়ে গেছেন। তার আশঙ্কা আগামী দিনে আরও বাড়তে পারে সংখাটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুটা তো একেবারেই ভালো হবে না। দূর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে করোনা সংক্রমণের হার এমনিতেই বেশি, এমন কিছু হতেই পারত। আমার আশঙ্কা হলো কাল হয়তো এই সংখ্যা আরও বাড়বে।’

(ঢাকাটাইমস/০৫ আাগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা