মানিকগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৫:২০| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৫:৩০
অ- অ+

মানিকগঞ্জ সদরের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুলজান পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিন বেগম (৪০) ও ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, সকালে ইয়াসমিনকে অফিসে পৌঁছে দেয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেলযোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গোল্ডেন লাইনের ওই বাসটিকে (ঢাকা মেট্টো ব-১৪-৫৮২৩) আটক করা হলেও এর চালক পলাতক বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা