ব্রিজের মুখ ভরাটে জলাবদ্ধতা, ক্ষতির মুখে কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২০, ১৬:০৮| আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৬:১৭
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বলদিপাড়া মৌজায় একটি ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার কারণে উপজেলার বলদিপাড়া, দেশীগ্রাম ও উত্তর শ্যামপুর গ্রামের পাঁচ শতাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতির মুখে পড়বে ওইসব এলাকার প্রায় তিন শতাধিক কৃষক।

স্থানীয়রা জানান, দেশীগ্রাম ও বলদিপাড়া গ্রামীণ সড়কের একটি ব্রিজ দিয়ে তিনটি গ্রামের পানি নিষ্কাশন হয়ে থাকে। সম্প্রতি বলদিপাড়া গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল মালেক বাড়ি করার জন্য ওই ব্রিজের মুখ মাটি দিয়ে ভরাট করে ফেলে। যার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বলদিপাড়া গ্রামের আব্দুল হামিদ বিশ্বাস (৫৫) জানান, তার সাত বিঘা জমি এই জলাবদ্ধতার কারণে চাষ করা সম্ভব হচ্ছে না।

উত্তর শ্যামপুর গ্রামের খলিলুর রহমান জানান, তারও ২০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হিসেবে পড়ে আছে।

একই কথা জানালেন আরো শতাধিক কৃষক। তারা জানান, উপজেলা প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও এ বিষয়ে কোনো প্রতিকার পাননি।

এদিকে ব্রিজের মুখ ভরাটের বিষয়ে আব্দুল মালেক জানান, ‘এবার বন্যার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে তো তেমন বন্যা হয় না, এ কারণে ব্রিজের মুখ ভরাট করেছি।’

এ বিষয়ে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ‘পানি প্রবাহের পথ দ্রুত তৈরি না করতে পারলে ব্যাপক ফসলহানি ঘটবে। আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি তদন্ত করে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা