জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটে পুকুরে ডুবে রুবাইয়া আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে জেলার ক্ষেতলাল উপজেলার ধনতলা চৌমুহনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রুবাইয়া ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান,সকাল সাড়ে ৭টা থেকে শিশু রুবাইয়াকে না পেয়ে তার মা ইলিমা বেগম খুঁজতে থাকেন। ৮টার দিকে ভাসমান অবস্থায় তাকে বাড়ির পাশের একটি পুকুরে পাওয়া যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)

মন্তব্য করুন