প্যারিসে ফের বাধ্যতামূলক মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৫:১৭ | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৪:৫৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি সামলাতে আবার বাধ্যতামূলক হয়েছে মাস্ক৷ প্যারিসে বর্তমানে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি৷ ফ্রান্সের অন্যত্র এই হার ১ দশমিক ৬ শতাংশ৷ খবর ডয়চে ভেলে।

জুনের শেষদিকে করোনা সংক্রমণকে আয়ত্তের মধ্যে আনতে পারা গেলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকেই বাড়ছে নতুন সংক্রমণ৷ এমন পরিস্থিতিতে ফরাসী কর্তৃপক্ষ রাজধানী প্যারিসের জনবহুল স্থানে ও বিশেষ করে পর্যটনের স্থানগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি চালু করেছে৷ সোমবার থেকে চালু হওয়া এই বিধির পক্ষে এর আগের সপ্তাহেই প্যারিসের মেয়র অ্যান হিডালগো প্রস্তাব রাখেন৷

প্যারিস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ বছরের বেশি বয়সের প্রত্যেককে মাস্ক পরতে হবে৷ প্যারিসের একশরও বেশি রাস্তায় জারি হয়েছে এই বিধি৷ পুলিশের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়, 'জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সব অঞ্চলে বাড়তি সংক্রমণ দেখা গেছে'৷

বাড়তি কড়াকড়ির স্থানগুলোর মধ্যে রয়েছে প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গাগুলো, যেমন মঁমার্ত্র, সাক্র ক্যুর গির্জা ও সেইন নদীর আশপাশের অঞ্চল৷বর্তমানে গড়ে প্রায় ৪০০ জন নতুন করে সংক্রমিত হচ্ছেন এই এলাকাগুলোতে, যার মধ্যে বেশির ভাগ সংক্রমিতের বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে৷

শুধু প্যারিসই নয়, বাধ্যতামূলক মাস্ক পরার বিধি জারি করা হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্পেনের কিছু অংশেও৷

ঢাকা টাইমস/১১আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :