ফ্রি স্টাইল ফুটবলে বিশ্ব রেকর্ড গড়া জুবায়েরকে সংবর্ধনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৯:৫৩
অ- অ+
ছবি: সংগৃহীত

ফ্রি স্টাইল ফুটবলে বিশ্ব রেকর্ড গড়েছেন ঝালকাঠি পৌরসভার বাসিন্দা কলেজছাত্র আশিকুর রহমান জুবায়ের। ফ্রি নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্বসেরা নৈপুণ্য দেখিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন তিনি।

জুবায়ের এই ক্যাটাগরিতে আগের ৬৩ বারের রেকর্ড ভেঙে দিয়ে ৬৭ বার নেক থ্রো করার রেকর্ড গড়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ উপলক্ষে জুবায়েরকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জুবায়েরকে ফুলেল শুভেচ্ছার পাশাপশি সম্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান কর হয়।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জোহর আলী। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
১৪-২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত আমির
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা