কুমিল্লার এক প্রসূতির পাঁচ সন্তান প্রসব

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৬:৫৫
অ- অ+

কুমিল্লার লাকসামে এক প্রসূতি পাঁচ সন্তান প্রসব করেছেন। প্রসূতি শারমিন আক্তার উপজেলার উত্তরদা ইউপির মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী। বুধবার দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।

সন্তানদের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেল হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, ওইদিন সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়।

এদিকে ওই পাঁচ সন্তানকে আরো উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সন্তানদের বাবা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান হলেও মারা যায়। বর্তমানে এ পাঁচ সন্তানের জন্মে তিনি আনন্দিত এবং তাদের জন্য সবার কাছে দোয়া চান।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা