বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ সিটি মেয়রের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শনিবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় সঙ্গে ছিলেন কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও ময়মনসিংহ সিটি করপোরেশন প্রাঙ্গণে শোকের মাসে বিভিন্ন পয়েন্টে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।
জাতির পিতাকে সপরিবারে হত্যা বিচারের রায় দ্রুত কার্যকরের এবং যারা জাতির পিতার হত্যাকাণ্ডে নেপথ্যে কাজ করেছে তাদেরও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান মেয়র টিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
জেলা প্রশাসক মিজানুর রহমানের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার কে এম গালিব খান।
এছাড়াও সন্ধ্যায় বাংলাদেশ কৃষকলীগ মহানগর শাখার মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এলএ)

মন্তব্য করুন