নকিয়ার নতুন ফোনের তথ্য ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ১৩:৩৩
অ- অ+

এইচএমডি গ্লোবাল এবছরে এখনও খুব বেশি স্মার্টফোন লঞ্চ করেনি। তবে কোম্পানি বছরের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একাধিক ফোন লঞ্চ করতে পারে। নকিয়ার বেশ কয়েকটি ফোনকে সম্প্রতি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আবার কিছু ফোনের ফিচার ফাঁস হয়েছে। এবার নকিয়া ৬.৩ এর সম্পূর্ণ ফিচার সামনে এল। এমনকি নকিয়া ৬.৩ এর দাম ও জানা গেছে।

নকিয়া পাওয়ার ইউজার-এর রিপোর্ট অনুযায়ী, নকিয়া ৬.৩ ফোনটি গ্লোবালি এই বছরের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ করা হবে। ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হবে ২৪৯ ইউরো।

নকিয়া ৬.৩ ফোনে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওরডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও হবে ২০:৯। ডিসপ্লের ডিজাইন হবে টিয়ার ড্রপ নচ, যার মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফোনটির পিছনে থাক জেইস অপটিক্স সিস্টেম সহ কোয়াড ক্যামেরা। এই ক্যামেরায় আলট্রা ওয়াইড লেন্স, ম্যাক্রো লেন্স ও ডেপ্থ সেন্সর থাকবে।

নকিয়া ৬.৩ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ অথবা ৬৭৫ প্রসেসরের সাথে আসতে পারে। যদিও আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল এতে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে। এই ফোনে পাবেন ৩ জিবি, ৪ জিবি, ৬ জিবি র‌্যামের বিকল্প। আবার ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকবে ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন থাকবে। আবার সিকিউরিটির জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৩.৫ হেডফোন জ্যাক দেওয়া হবে। এছাড়াও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার (জি-সেন্সর), ই-কম্পাস, জাইরোস্কোপ সেন্সর থাকবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা