ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৯

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২০, ১৮:০৩
অ- অ+

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শ্রীসাইলামে একটি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টে (জলবিদ্যুৎ কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিতরে আটকে পড়া ৯ জনই নিহত হয়েছে। ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে বাইরে আনা হয়েছে। ভারতীয় সংবাদমাদ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতভর চলে আগুন নেভানোর কাজ। শুক্রবার সেই প্লান্ট থেকে নিহতদের বের করে আনা হয়।

জানা গিয়েছে, এদিন রাতে ১৯ জন কাজ করছিলেন। ১০ জন কোনোক্রমে বেরতে পারেন। বাকিরা ধোঁয়ায় আটকে পড়েন। যাদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ইঞ্জিনিয়ার।

আটকে পড়াদের উদ্ধার করতে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ নাগাদ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গনা বর্ডারের কাছে জলবিদ্যুৎ কেন্দ্রে এই আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি শর্ট সার্কিট থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, কন্ট্রোল রুমে থাকা ব্যক্তিরা আগুন লাগার পরেই বেরিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু যারা নিচের স্তরে কাজ করছিলেন, তাঁরা ধোঁয়ার জন্য আটকে পড়েন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা