নতুন গেম আসছে কল অব ডিউটি মোবাইলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ০৯:২৪
অ- অ+

গত সপ্তাহে কল অব ডিউটি মোবাইল গেমে নতুন সিজন এসেছিল। এবার এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন জানিয়েছে, মোবাইল গেম প্রেমীদের জন্য আরো চমক আসতে চলেছে। সম্প্রতি নির্মাতা সংস্থা ইউটিউবে ‘নো ইওর হিস্ট্রিা’ নামে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। টিজার থেকে জানা গেছে, আগামী ২৬ আগস্ট প্রতিষ্ঠান তার বহু আলোচিত ‘কল অব ডিউটি ব্ল্যাক ওপস: কোল্ড ওয়্যার’ গেমটি উন্মোচন করতে চলেছে। মূলত ওই ভিডিও টিজারে গেমটির পটভূমি দেখানো হয়েছে।

এর আগে নির্মাতা সংস্থা অ্যাক্টিভিশন, কল অব ডিউটি: ওয়্যার জোন গেমে ইস্টার এগ নোটিফিকেশনের সাহায্যে প্রথমবার ‘ব্ল্যাক ওপস: কোল্ড ওয়ার’ গেমটির টিজার প্রকাশ করেছিল। এখন সংস্থাটি এই গেমটির অফিশিয়াল টিজার প্রকাশ করেছে, তবে গেম সম্পর্কিত তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি।

অফিশিয়াল টিজারে বলা হয়েছে এই গেমটি কোল্ড ওয়্যারের সত্য ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত হয়েছে। গেমটি ট্রেইয়ার্ক এবং রাভেন সফটওয়্যারের মাধ্যমে তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, এই বছরের শেষের দিকে গেমটি চালু হবে।

প্রসঙ্গত, কল অব ডিউটি: কোল্ড ওয়্যার গেমটি ব্ল্যাক ওপস ফ্র্যাঞ্চাইজির অংশ হবে। যা ২০০৮ সালে কল অব ডিউটি: ওয়ার্ল্ড অ্যাট ওয়্যার-এর সাথে চালু হয়েছিল। এরপর থেকে এই সিরিজের চারটি গেম চালু হয়েছে, যার মধ্যে সর্বশেষ হল কল অব ডিউটি মোবাইল গেম।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা