বাবরকে ‘হারানো গরু’ বললেন শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৮

ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-২০ হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ১-০ পিছিয়ে পাকিস্তান৷ রবিবার ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারের পর পাক অধিনায়ক বাবর আজমকে ‘হারানো গরু’র সঙ্গে তুলনা করলেন শোয়েব আখতার৷ শুক্রবার প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷

অধিনায়ক এবং তার দলের পারফরম্যান্সের তীব্র নিন্দা করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’৷ পাকিস্তানের প্রাক্তন স্পিড-স্টার বর্তমান সীমিত ওভারের ফর্ম্যাটে পাক অধিনায়ক বাবর আজমের “নিরাপত্তাহীনতা” কথা উল্লেখ করে তাঁকে একটি হারানো গরু বলেছেন৷ যে সেখানে কী করতে হবে তা জানে না। পাশাপাশি শোয়েব টিম ম্যানেজমেন্টের কাছে অধিনায়ককে প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও-তে বলেন, ‘আমরা বাবর আজমকে স্বাধীনতা না-দিলে এটি জৈব নিরাপত্তাহীন বুদবুদ হয়ে থাকবে। দলের প্রতিটি সদস্যই নিরাপত্তাহীনতায় ভুগছে। আজম এমনকি অধিনায়ক থাকবে কিনা, তাও নিশ্চিত নন৷

প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০ ওভারে ইংল্যান্ডের সামনে ১৯৫ রানের লক্ষ্য রেখেছিল৷ ব্যাটে ভালো পারফরম্যান্স করলেও বল হাতে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারে পাকিস্তান৷ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের ৩৩ বলে ৬৬ রানের দ্রুতগতির ইনিংস এবং ডেভিড মালানের ৫৪ রানের অপরাজিত হাফ-সেঞ্চুরি ইংল্যান্ডকে জয় এনে দেয়৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মর্গ্যান৷

শোয়েব আখতার তার অধিনায়কত্বের জন্য বাবর আজমকে কটূক্তি করে বলেন, ‘বাবর আজম আমার কাছে হারানো গরুর মতো। ও বাইরে আছেন, কী করবে জানেন না। ওর নিজের সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে গুরুত্বপূর্ণ৷ যাতে এটি আগামী সময়ে ওকে আরও ভালো অধিনায়ক হওয়ার জন্য সহায্য করতে পারে।’

তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে শোয়েব পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেন৷ দলটিকে ‘বিভ্রান্ত’ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন শোয়েব৷ তিনি বলেন, ‘পাকিস্তান দল বায়ো ‘অনিরাপদ’ বুদবুদে খেলছে৷ যেখানে প্রতিটি খেলোয়াড়ই অনিরাপদ। বিভ্রান্তিকর দল নির্বাচন৷ বিভ্রান্ত ব্যবস্থাপনা, বিভ্রান্ত অধিনায়ক, বিভ্রান্ত দল৷ সবকিছু নিয়ে বিভ্রান্তি। দলগুলি এভাবে তৈরি হয় না। তাই একটি পরিকল্পনা নিয়ে এগোতে হয়৷’

(ঢাকাটাইমস/০১ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :