কম দামে ৫জি ফোন আনছে অপো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩
অ- অ+

৫জি ফোনের দৌঁড়ে এগিয়ে থাকতে চায় অপো। তাই প্রতিষ্ঠানটি কম দামে ৫জি ফোন আনার ঘোষণা দিয়েছে। যদিও ইতিমধ্যেই অপো বেশ কয়েকটি ৫জি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। কিন্তু এবার আনছে সবচেয়ে কম দামের ৫জি ফোন।

সম্প্রতি অপোর একটি ৫জি স্মার্টফোনকে চীনা সার্টিফিকেশন সাইট টিইএনএএ-তে দেখা গেল। যদিও ফোনটির নাম জানা যায়নি। তবে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। সার্টিফিকেশন সাইটে এই ফোনের মডেল নম্বর ছিল পিইসিএম১০/পিইসিটি১০। এটি হবে অপোর সবচেয়ে কম দামের ৫জি ফোন।

নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। যার ডিজাইন হবে পাঞ্চ হোল। এই ফোনের পিক্সেল রেজুলেশন হবে ১০৮০ x ২৪০০ এবং আসপেক্ট রেশিও হবে ২০:৯। ফোনটি ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর প্রসেসরের সাথে আসবে। যদিও প্রসেসরের নাম জানা যায়নি। এতে ৪ জিবি/ ৬ জিবি/ ৮ জিবি র‌্যামের বিকল্প থাকবে। আপনার ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকবে ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

এতে বর্গাকার শেপে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেল। এছাড়াও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরা সেটআপ এর সাথে এলইডি ফ্ল্যাশ থাকবে। ভিডিও কলিং ও সেলফির জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফোনটি অ্যানড্রয়েড ১০ সিস্টেমের সাথে আসবে। এই ফোনে ৩,৯৫৪ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটি ব্ল্যাক,হোয়াইট-পার্পেল গ্রেডিয়েন্ট এবং সিলভার-রেড গ্রেডিয়েন্ট কালারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা