বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫
অ- অ+

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগম মারা গেছেন। মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ভোলায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে মোহাম্মদ শাহিন তার দাদির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। শাহিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত আগস্ট মাসের ৮ তারিখে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২০ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়। সেখান থেকে পরে বাড়িতে আনা হয়।

৩ সেপ্টেম্বর শারীরিক অবস্থা খারাপ হলে পুনরায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে থাকা অবস্থাতেই মঙ্গলবার সকালে না ফেরার দেশে চলে যান মালেকা বেগম। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার নিজ বাড়ি আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে।

ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা