কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১
অ- অ+

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পাঞ্জাব অধিনায়কের ক্যাচ দুবার ফেলেছেন স্বয়ং কোহলি।

এবার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে তাঁকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মৌসুমে এই প্রথমবার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি’র সঙ্গে, তাই কোহলিকে ১২ লক্ষ রুপি জরিমানা করা হলো।

পাঞ্জাবের বিরুদ্ধে কোনও কিছুই ঠিকঠাক হয়নি ব্যাঙ্গালোরের। টস জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলি। লোকেশ রাহুল শেষ পর্যন্ত টিকে থেকে পাঞ্জাবকে পৌঁছে দেন ২০৬ রানে। ৬৯ বলে অপরাজিত ১৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।

পাঞ্জাবের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হয় ব্যাঙ্গালোর। মাত্র ১ রান করেন কোহলি। ফিঞ্চ-ডিভিলিয়ার্সরাও বড় রান করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ১০৯ রানে। ম্যাচ হারের পরে আবার জরিমানাও গুনতে হচ্ছে কোহলিকে।

(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
জনগণের টাকায় নির্মিত সিনেমা যদি তারাই দেখতে না পারে, তাহলে অনুদানের মূল্য থাকল কই: নিরব
নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধ করবে কুইক রেসপন্স টিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা