ছাত্রলীগের ঢাবি সভাপতির বক্তব্য ‘সন্ত্রাসবাদের বহিঃপ্রকাশ’: ইশা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৮

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের শিবির,জঙ্গি আখ্যা দিয়ে ‘তাদের (ইশা) ঢাবি ক্যাম্পাসে রাজনীতি করতে হলে ছাত্রলীগকে মোকাবেলা করতে হবে’ ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাশের এমন বক্তব্য ‘সন্ত্রাসবাদের বহিঃপ্রকাশ’ বলে মনে করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান।

রবিবার রাতে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুল্লাহ বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রলীগ সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাহমুদুল হাসান বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, রীতি-নীতি ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখেই সারাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। ইশা ছাত্র আন্দোলন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলার প্রতি শুধু শ্রদ্ধাশীলই নয়, বরং নির্ভীক পাহারাদার।

জানা যায়, রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী কর্মসূচিতে সঞ্জিত বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাসনতন্ত্র নামে কিছু সংগঠন, শিবির এবং জঙ্গি ক্যাম্পাসে অবস্থান করছে। এদের যেখানেই পাবেন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহত করবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না উল্লেখ করে এসময় সঞ্জিত বলেন, ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং কোন ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে চাইলে আমাদের মোকাবেলা করে রাজনীতি করতে হবে।’

সঞ্জিত সম্প্রদায়িক উস্কনি দেবার অপচেষ্টা চালাচ্ছেন উল্লেখ করে রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মাহমুদুল বলেন, ‘সারাদেশে যখন ছাত্রলীগের একের পর এক খুন, ধর্ষণ এবং ধ্বংসাত্মক রাজনীতি ছাত্র জনতার নিকট উন্মোচিত হচ্ছে- ঠিক তখনই ইসলামী রাজনীতি নিয়ে কটূক্তি করে সঞ্জিত চন্দ্র দাস সম্প্রদায়িক উস্কনি দেবার অপচেষ্টা চালাচ্ছেন।

ইশা ছাত্র আন্দোলন সবসময় নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং নারী অধিকার নিশ্চিতে বদ্ধ পরিকর‌। তাই ধর্ষণের মত বর্বরোচিত ঘটনায় আমরা সবসময়ই সর্বাগ্রে রাজপথে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ ছিলাম এবং আছি।’

ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারী দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইশা ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। আপনারা যদি সকল মত ও চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ ঢাবিকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করার চেষ্টা করেন, তবে সাধারণ শিক্ষার্থীরা অতি সত্বরই আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করবে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :