ধান ক্ষেতে সেচের টাকা চাওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:০২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউপির বেলজানি গ্রামে ধান ক্ষেতে পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য তারিকুল ইসলাম সবুজকে কুপিয়ে জখম করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তিনি বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও ধান ক্ষেতের পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোয়ালমারীর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় শাহিন গ্রুপের সঙ্গে রেজাউল গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ ছিলো। এরই জের ধরে শাহিন গ্রুপের সমর্থক ইউপি সদস্য তারিকুলের ওপর ধান ক্ষেতের পানি সেচের টাকা চাওয়া নিয়ে হামলা চালায় রেজাউল গ্রুপের কালাম, শাওন, মুনাফসহ কয়েকজন।

ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা