সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ১৯:১৯
অ- অ+

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে কামাল খান ও পিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন, পুকিডর গ্রামের হরমান খান, সাবাজ খান, আবদুল মনাফ, সৈয়দুল্যা, দুলাল মিয়া এবং তানজিদ। এর মধ্যে গুলিবিদ্ধ হরমান খান, সাবাজ খান ও আবদুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পুকিডর গ্রামে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীরসহ বিভিন্ন বিষয় নিয়ে কামাল খান ও পিরোজ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কামাল খানের পক্ষের ছয়জন গুলিবিদ্ধ হন এবং আহত হন উভয়পক্ষের আন্তত ২০ জন।

জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমদ বেগ জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ অবস্থান করছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা