পাকুন্দিয়ায় ব্যবসায়ী সমাবেশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ২১:১৭
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (উপজেলা শিল্প ও বণিক সমিতি)-এর উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

পাকুন্দিয়া উপজেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।

উপজেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বোরহান উদ্দিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি খালেকুজ্জামান, উপজেলা ইটভাটা সমিতির সভাপতি খায়রুল আলম খাঁন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ ও পাকুন্দিয়া চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক একেএম সাদেক মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা