ফেসবুকে পরিচয় থেকে ‘বাড়ি ছাড়া’ দুই তরুণী গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৯:৩১
অ- অ+

মেয়েকে অপহরণে এক বাবার অভিযোগের ভিত্তিতে ওই তরুণী ও তার কথিত ‘ফেসবুক বান্ধবী’কে আটক করেছে র‌্যাব, যাদের বিরুদ্ধে ‘সমকামিতা’র অভিযোগ আনা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে মঙ্গলবার র‌্যাবের হাতে আটক হওয়ার পর দুই তরুণীর একজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর তরুণীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দুই তরুণীর বাড়ি একই জেলায় হলেও একজনের বাড়ি বাউফলে আর অন্যজনের গলাচিপা উপজেলায়।

ওই দুই তরুণীর পরিচয় ফেসবুকে আর সেই সূত্রে সমকামিতায় লিপ্ত তরুণীদ্বয় দশ মাস আগে বাড়ি ছাড়েন বলে র‌্যাব-৮ এর তরফে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পরিচালক) রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মাস ধরে তারা দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ‘সমকামিতা’ করে বেড়াচ্ছিল।

বাউফলের তরুণীটির বাবা গলাচিপার তরুণীর বিরুদ্ধে মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে বাউফল থানায় জিডি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা