অপমানিত হলেও হেরে যাননি বড়দা মিঠু

বাংলা নাটক ও চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী একজন অভিনেতা বড়দা মিঠু। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু। তবে অভিনয়ের দুনিয়ায় সবাই ভালোবেসে তাকে বড়দা মিঠু নামে ডাকেন। বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে তিনি ভালোবাসা পেয়েছেন দর্শকেরও। ছোট-বড় দুই পর্দায়ই তিনি সমান সাবলীল। কিন্তু কীভাবে তিনি এ জগতের সঙ্গে যুক্ত হলেন? সম্প্রতি ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে ছোট করে সেই গল্পই শোনালেন বড়দা মিঠু।
তার ভাষায়, ‘আমার মা ছিলেন সিনেমাপ্রেমী। রাজ্জাক, কবরীর সিনেমা মুক্তি পেলেই হলে গিয়ে তিনি সিনেমা দেখতেন। সব সময় মা আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতেন। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে। এসএসসি শেষ করে থিয়েটারের সঙ্গে যুক্ত হই। জীবিকার তাগিতে একসময় ঢাকায় আসি। কিন্তু কোনো কিছুই ভালো লাগছিল না। মাথার মধ্যে একটাই চিন্তা, টেলিভিশনে অভিনয় করব। সুযোগও পেয়ে গেলাম। শুরুটা হয়েছিল মিনহাজুর রহমানের নির্দেশনায় ‘তমশ’ নাটক দিয়ে। আর এখন তো নাটকের সংখ্যা না গুনে বলা যাবে না।’
তবে ছোট পর্দায় বড়দা মিঠুর অভিষেকটা যত সহজ ছিল, বড় পর্দায় পথচলা ছিল ততটাই বন্ধুর। নাটকে অভিনয় করাকালীন তিনি স্বপ্ন দেখতেন বড় পর্দায়ও কাজ করবেন। স্বপ্ন পূরণের সুযোগও এসেছিল। তবে প্রথম কাজের সেই অভিজ্ঞতা ছিল খুবই তিক্ত। বড়দা মিঠু জানান, ‘একটি সিনেমাতে এসপি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। মনের আনন্দে শুটিংয়ে যাই। আমি মেকআপ নিয়ে শটের জন্য তৈরি, শটও নিবে। এমন সময় প্রযোজক এসে বললেন, উনি কে? ওনাকে এই চরিত্র দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে পোশাক খুলে নেয়া হয়।’
অভিনেতা বলেন, ‘সেদিন খুব অপমানবোধ করেছিলাম। তাই অভিমান নিয়ে ছোট পর্দায় ফিরে আসি।’ কিন্তু ওইদিনের ঘটনা বড়দা মিঠুর কেরিয়ারের উপর কোনো খারাপ প্রভাব ফেলতে পারেননি। সেদিনের সেই অপমান, অবজ্ঞাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তিনি সামনে অগ্রসর হতে থাকেন। আর এখন তিনি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও দুর্দান্ত প্রতাপের সঙ্গে অভিনয় করেন। এই অভিনেতার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। তিনি যা কিছু অর্জন করেছেন, সবটাই তার সফলতার গল্প।
কাজের ক্ষেত্রে বড়দা মিঠু সম্প্রতি শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিং। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও আঁচল আঁখি। আগামী বৃহস্পতিবার থেকে তিনি অংশ নেবেন বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র শুটিংয়ে। এই সিনেমার প্রধান দুটি চরিত্রে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক নিরব। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বড়দা মিঠুকে।
এই অভিনেতা দুই পর্দায় কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ভার্চুয়াল জগতের অশ্লীল ওয়েব সিরিজ নিয়ে তার আপত্তি আছে। এ প্রসঙ্গে বড়দা মিঠুর বক্তব্য, ‘যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেটি আমি কখনোই করব না। অন্যদেরও করা উচিত নয়। আমাদের আশেপাশে অনেক ভালো ভালো গল্প আছে, যা চাইলেই আমরা সুন্দর ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারি।’ বর্তমানে বাংলাদেশি নাটকও নায়ক-নায়িকা নির্ভর হয়ে গেছে। তাই নির্মাতাদের পারিবারিক গল্পের প্রতি জোর দেয়া উচিত বলে মনে করেন বড়দা মিঠু।
ঢাকাটাইমস/০৩নভেম্বর/এলএম/এএইচ

মন্তব্য করুন