নতুন দুই ৫জি ফোন আনছে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ০৯:০৬
অ- অ+

রেডমি সিরিজে নতুন দুই ৫জি স্মার্টফোন আনছে শাওমি। এগুলো হলো-রেডমি নোট ৯ ৫জি এবং রেডমি নোট ৯ প্রো ৫জি। শাওমির পক্ষ থেকে ফোন দুইটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিইএনএএ লিস্টিংয়ে ফোন দুইটির একাধিক লুক এবং ফিচার্স ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, নতুন রেডমি ৫জি ফোন দুইটির মডেল নম্বর এম২০০৭১৭সি এবং এম২০০৭জে২২সি।

রেডমি নোট ৯ ৫জি স্মার্টফোনে থাকছে ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের উপরের বাঁ দিকে পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে। এর স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। নতুন এই ডিভাইসে থাকছে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

থ্রি সি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে যে, এই ব্যাটারি ২২ ওয়াটের ফাস্ট চার্জিং দিতে সক্ষম। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে।

৪, ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনের পিছনে রাউন্ড শেপড ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। ফোনের সামনে সেলফির জন্য একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা