বোয়ালমারীতে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় ৪৪ মুক্তিযোদ্ধা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:৩১ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১৫:০৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন অন্তর্ভুক্তির জন্য আবেদন করা বীর মুক্তিযোদ্ধাদের পুনরায় যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদে প্রকাশিত এ তালিকায় চূড়ান্তভাবে স্থান পেয়েছেন ৪৪ জন।

একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তালিকাটি পাঠানো হয়েছে। কয়েক ধাপে সম্পন্ন হওয়া এই যাচাই কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর রশিদ জানান, ২০১৭ সালে ‘ক’ তালিকাভুক্ত ৬৭ জন বীর মুক্তিযোদ্ধাকে পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য চলতি বছরের ৬ মে জেলা প্রশাসক তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন। কমিটির সভাপতি ও সদস্য হিসেবে রয়েছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা এবং পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সদস্য সচিব।

তিনি বলেন, ‘যাচাই-বাছাই কমিটি আবেদনকারীদের সহযোদ্ধা হিসেবে লালমুক্তি বার্তাভুক্ত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জমাকৃত মুক্তিযোদ্ধা সনদসহ অন্যান্য দালিলিক প্রমাণাদির প্রকাশ্য ও গোপন তদন্ত এবং গণশুনানির মাধ্যমে ধাপে ধাপে এই কার্যক্রম শেষ করেছি আমরা।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ঝুটন চন্দ বলেন, ‘পুনরায় যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আমরা আবেদনকারী ও সহযোদ্ধা সাক্ষীদের পৃথক পৃথকভাবে সাক্ষ্য নিয়েছি, যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে জমাকৃত মুক্তিযোদ্ধা সনদসহ অন্যান্য দালিলিক প্রমাণাদির প্রকাশ্য তদন্ত করেছি।’

এ বিষয়ে বোয়ালমারীর যুদ্ধকালীন কমান্ডার আলাউদ্দিন আহমেদ বলেন, ‘এই যাচাই কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট কমিটির সদস্যদের, পরিচ্ছন্ন তালিকা প্রকাশের জন্য।’

(ঢাকাটাইমস/১১নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :