গাইবান্ধায় পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৩১
অ- অ+

গাইবান্ধা সদরে পিকআপভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন নারী ও শিশুসহ ইজিবাইকের অপর ছয় যাত্রী। শনিবার বিকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা সদরের বউলারপাড়া গ্রামের মৃত আকালু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পলাশবাড়ী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে তুলসীঘাট বুড়িরঘর এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। আহত হন ইজিবাইক চালকসহ ছয়জন। এদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছেন।

গাইবান্ধার সদর থানার এসআই রাফায়েত হোসেন ঢাকাটাইমসকে জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইজিবাইজ চালক ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতাসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা