অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে শিগগিরই

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ২৩:২৩
অ- অ+

অনির্বাণ-মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে টলিউড সুপারস্টার অঙ্কুশও ফাঁস করলেন নিজের কথা। নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম বিয়েটা সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

টলিউডপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে ভক্ত মহল, তাদের প্রেমের কাহিনী গোপন নেই কারও কাছেই। তবে কি নতুন বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে।

এদিকে, রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও এখনো একসঙ্গে কাজ করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেই অপেক্ষা অবশেষে শেষ হয়েছে। প্রথম বার তাদের একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে সেই ছবির ট্রেলার।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা